গঙ্গাচড়ায় টর্নেডো ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
গঙ্গাচড়া উপজেলায় টর্নেডো ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা-এর নেতৃত্বে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় শনিবার সকালে বিভিন্ন ইউনিয়নে ২০ মেট্রিক টন চাল ও নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন। এক নারী বলেন,বন্যায় ঘরবাড়ি ভেসে গিয়েছিল। এই চাল ও নগদ সহায়তা আমাদের নতুন করে বাঁচার সাহস দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন,দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার বড় দৃষ্টান্ত। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তাহলে কোনো মানুষই অসহায় থাকবে না। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনা হবে।