২১ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ

2 hours ago
36


কুড়িগ্রাম প্রতিনিধি :  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে  স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন মনসুর আলী নামে একজন।

সোমবার সকালে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের

খামার নকুলা এলাকার  বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী হিসেবে এলাকায়  ছিলেন।

এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন মনসুর আলী । এসময় প্রবল স্রোতে ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth