১ কার্তিক, ১৪৩২ - ১৬ অক্টোবর, ২০২৫ - 16 October, 2025

বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে টিটুলের গণসংযোগ ও শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল

12 hours ago
18


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সারা দিনব্যাপী বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাহামুদুন নবী টিটুল।

সকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা শোভাযাত্রাটি শুরু করেন। এরপর ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া, একাডেমী, আনন্দবাজার, কালিরবাজার, উদাখালী, গজারিয়া এবং সাঘাটা উপজেলার উল্লাবাজার, ভরতখালী, কচুয়া, সাঘাটা বাজার, হলদিয়া, জুমারবাড়ি, কামালের পাড়া, বোনারপাড়া ও নয়াবন্দর রেলগেট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গণসংযোগ চলাকালে মাহামুদুন নবী টিটুল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

ফুলছড়িতে গণসংযোগে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth