২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী ৫ দালাল গ্রেপ্তার

1 month ago
125


কুড়িগ্রাম অফিসঃ

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ অভিযান চালিয়ে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন, কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়ার আনোয়ার (৩০) এবং সরদারপাড়ার মারুফ মিয়া (৪০)।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি বজলার রহমান বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth