১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

রংপুর সদর উপজেলার সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ

আমাদের প্রতিদিন
4 months ago
154


পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার,(পাঁচ) ইউনিয়নের মাঠ জুরে সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে কুয়াশায় চাদরে ঘেরা প্রতিটি মাঠ যেন হলুদ বর্নের এক পৃথিবী। সরিষা সবুজ রোদে ঝিকিমিকি করছে, এ দেখে যেনো প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। রংপুর সদর উপজেলার (পাঁচ) ইউনিয়নের যত দুর চোখ যায় মাঠ জুরে যেন সরিষা ফুলের সমারহ। মৌমাছিরা গুন গুন করে ফুলের রেনু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতিরা এক ফুল থেকে আন্য ফুলে লাফালাফি করে। কৃষকরা ভালো ফসলের আশায় রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই রংপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক পরিবেশ অনুকুল থাকায় সরিষার পাশাপাশি সকল ফসল বামপার ফলনের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর সদর উপজেলার, মমিনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের সরিষা চাষি মোঃ আঃ কাহার ছিদ্দিকী ও আবুল কালাম আজাদ বলেন আমরা (বারি সরিষা —১৭ ) জমিতে লাগিয়েছি। আশা করি এবার (বারি সরিষা —১৭) বামপার ফলন হবে। আমরা ৭৫ শতাংস জমিতে বারি সরিষা —১৭ চাষ করছি। আশা করছি এবার সরিষার ভালো দাম হবে। মমিনপুর কৃষি কর্মকর্তা (এস এ এও) মোছাঃ হনুফা আক্তার বলেন আমরা কৃষি অফিসারের সহযোগীতায় কৃষকদের সব সময়  পাশে থেকে পরামর্শ দিয়ে আসতেছি। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার বলেন কৃষকদে জমিতে পোকা মাকড় দেখা দিলে আমরা সহযোগীতা ও পরামর্শ দেই। এ কারনে অনেকটা রোগ বালাই মুক্ত হওয়ায় বামপার ফসলের আশা করেন কৃষকরা। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার বলেন আমরা কৃষকদের বেশি বেশি করে সরিষা চাষের তাগিদ দেই, আশা করি সরিষার সহ সকল ফসল ভালো দাম পাওয়া যাবে। কৃষি অফিসার তানিয়া আক্তার আরো বলেন আমার সকল কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষানিক যোগাযোগ রাখেন। 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়