উলিপুরের থেতরাই বাজারে অগ্নিকান্ড ৫টি দোকান ঘর পুড়ে ভস্মিভূত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই ভবনগর তথা নতুন থেতরাই বাজারে শুক্রবার জুম্মার নামাযের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় বাজারের লোহাপট্টির একটি দোকানসহ ৫টি দোকানঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।এতে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।সেই সাথে পার্শ্ববর্তী আরো প্রায় ১০-১১টি দোকান ঘরের ফার্নিচারের মালামাল আগুনে পুড়ে যাওয়ার ভয়ে দ্রুত বের করতে গিয়ে ভাঙচুরসহ টানা হেচরায় অনেক ক্ষতি সাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা,বাজারের গ্যাস সিলিন্ডারের দোকানের সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী খমির উদ্দিন ভোতো মিস্ত্রি জানান,শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন নতুন থেতরাই বাজারে পাতিলাপুরী এলাকার ব্যবসায়ী হাসেন আলীর লোহা পট্টির দোকান ও সুজন মিয়ার ভেটেরেনারীর দোকানের মাঝে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। এরপরেই দ্রুত পার্শ্ববর্তী দোকানে আগুন ছড়িয়ে পড়ে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।এসময় উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উলিপুর ফায়ার সর্ভিস স্টেশন ইনচার্জ আব্বাস আলী জানান,খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি এবং ৫টি দোকানঘর পুড়ে যায়।তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান,আমাদের থানার রবিউল ইসলাম উপ-পরিদর্শকসহ পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।