১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

করোনায় মানুষের গড় আয়ু কমেছে ১.৬ বছর

আমাদের প্রতিদিন
4 months ago
50


ঢাকা অফিস:

করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বে মানুষের গড় আয়ু ১ বছর ৬ মাস কমেছে। মঙ্গলবার (১২ মার্চ) সংক্রামক রোগ বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) গবেষণাটি পরিচালনা করেছে।

আইএইচএমইর গবেষক অস্টিন শুমাখার বলেন, কোভিড—১৯ মহামারি বিশ্বে প্রাপ্তবয়স্কদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। গত অর্ধ শতাব্দীতে এমন খারাপ প্রভাব আর দেখা যায়নি। এমনকি যুদ্ধ—বিগ্রহ বা প্রাকৃতিক দুর্যোগও গত পঞ্চাশ বছরে মানুষের জীবন একটা সংকটাপন্ন করতে পারেনি।

এক বিবৃতিতে শুমাখার বলেন, ২০২০—২১ সালে বিশ্বের ২০৪টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে মানুষের আয়ু ৮৪ শতাংশ কমেছে। এ সময়ে ১৫ বছরের বেশি বয়সি পুরুষের মৃত্যু বেড়েছে ২২ শতাংশ। নারীর মৃত্যু বেড়েছে ১৭ শতাংশ। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মেক্সিকো সিটি, পেরু ও বলিভিয়াতে।

করোনায় বারবাডোস, নিউজিল্যান্ড, অ্যান্টিগোয়া ও বারবোডার মতো দ্বীপ দেশে তুলনামূলকভাবে কম মানুষ মারা গেছে। দ্বীপ দেশ হওয়ায় এসব দেশে করোনার প্রভাব কম বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আইএইচএমইর তথ্যমতে, ২০২০—২১ সালে বিশ্বে করোনায় ১৫ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সরাসরি করোনা ভাইরাস সংক্রমণ বা ভাইরাসসংক্রান্ত জটিলতার কারণে তাদের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে ২০২০—২১ সালে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে ১৫ কোটি ৯০। অর্থাৎ ডব্লিউএইচওর মৃত্যু সংখ্যা আইএইচএমইর তথ্যের চেয়ে প্রায় ১০ লাখ কম।

১৯৫০ সালে বিশ্বে মানুষের গড় আয়ু ছিল ৪৯ বছর। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর। অর্থাৎ ৭১ বছরে মানুষের গড় আয়ু বেড়েছিল প্রায় ২৩ বছর।

তবে করোনাকালে কিছু সুসংবাদও আছে। ২০২১ সালে ২০১৯ সালের তুলনায় পাঁচ বছর বয়সের কম শিশুদের মৃত্যু সংখ্যা প্রায় ৫ লাখ কমেছে।  সূত্র : এএফপি

সর্বশেষ

জনপ্রিয়