১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আমাদের প্রতিদিন
3 days ago
41


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরবাইক চালক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে উপজেলার বড়ভিটা এলাকার খেজুরেরতল এলাকায়। নিহত যুবক কুড়িগ্রাম সদরের হোলখানার সাড়োডোব এলাকার আরডিআরএস বাজারের মুদির দোকানী ইউসুফ আলীর ছেলে আলম বাদশা (৩২)।

স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে আরডিআরএস বাজার থেকে ছেড়ে আসা একটি পালসার মোটরবাইকে উঠে দ্রæততার সহিত বাইকটি চালিয়ে আসার সময় ফুলবাড়ী কুড়িগ্রাম সড়কের বড়ভিটা এলাকার খেজুরেরতলে সড়কে শুকাতে দেওয়া খড়ের উপর মোটরবাইকের ব্রেক কষলে তিনি পিচঢালা সড়কের উপর পড়ে যান। এসময় তার নিজস্ব মোটরবাইকের আঘাতে মাথা থেঁতলে যায়। সেখানেই তিনি নিহত হন। ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোত্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

  

 

 

সর্বশেষ

জনপ্রিয়