১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

পীরগাছায় মতবিনিময় সভা করে উপজেলা নির্বাচনের প্রচারনা শুরু করলেন শাহ মাহবুবার রহমান

আমাদের প্রতিদিন
1 year ago
102


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যন আবু নাসের শাহ মাহবুবার রহমান। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যন আবু নাসের শাহ মাহবুবার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবু হাজী, আব্দুল কাইয়ুম আমিনুল ইসলাম, সন্তান কমান্ডের সাধারন সম্পাদক রওশন জামিল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ মিল্টন, শহিদুল ইসলাম, রেজাউল করিম রাজু প্রমুখ। মতবিনিময় সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সকলের দোয়া কামনা করেন এবং অতীতের সকল ভেদাভেদ ভূলে গিয়ে শাহ মাহবুবার রহমানের পক্ষে কাজ করা জন্য অনুরোধ করেন। পরে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য শীতবস্ত্র হিসেবে চাদর তুলে দেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth