৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

আমাদের প্রতিদিন
1 year ago
614


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সোলাইমান আলীসহ উপজেলা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth