১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম নাগেশ্বরীর মাহির

আমাদের প্রতিদিন
2 months ago
122


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযাগিতায় প্রথম স্থান অধিকার করা গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাহির তাজওয়ার নাঈম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযাগিতা ২০২৪—এ অংশগ্রহণ করে খ—গ্রুপের কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সে। মাহির নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং স্বনামধন্য আবৃত্তি সংগঠন “কথক”এর নিয়মিত সদস্য। তার বাবা আব্দুস ছালাম সরকার পেশায় একজন শিক্ষক এবং মা মহসিনা বেগম কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি শিক্ষক।

বুধবার (১৫ মে) ঢাকা আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মাহির তাজওয়ার নাঈমের হাতে প্রথম পুরস্কার হিসেবে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও উল্লেখযোগ্য কিছু বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামী ফাউন্ডেশনের মাহপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. আব্দুল হামিদ জমাদ্দার।

নাঈম এর আগেও অনেকবার আবৃত্তিতে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, জাতীয় শিশু সপ্তাহ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সংগঠন, সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার তার সাফল্যের ঝুড়িতে জমা করেছে।

মাহির তাজওয়ার নাঈম জানায়, এবারই প্রথম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে সে অনিক খুশি। এ অর্জন তার একার নয়, এ অর্জন তার, বাবা, মা, সহপাঠি, শিক্ষক ও গুরুজনসহ এ উপজেলার সকলের। ভবিষ্যতে যাতে সে আরও ভালো কিছু অর্জন করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সকলের কাছে এ দোয়া কমানাও করে মাহির।

 

 

সর্বশেষ

জনপ্রিয়