১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

গঙ্গাচড়ায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
342


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বা হেলমেট নাই, তো তেল নাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন পাম্পে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেছেন।

রোববার দুপুরে গঙ্গাচড়া বাজার সংলগ্ন সিহাব ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গঙ্গাচড়া  মডেল থানার ওসি মাসুমুর রহমান।

তিনি মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান।

এ সময় তিনি হেলমেটবিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। উদ্বোধনকালে সিহাব ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী আলহাজ্ব আমিনুল হক এর ছেলে  মোঃ সাহেদুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth