৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

পীরগঞ্জে এফসাকল ও বজ্রকথার সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
7 months ago
247


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের  পীরগঞ্জ উপজেলা সদরের  ডিএসসি হলরুমে গত শনিবার এফসাকল ও সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের মাসিক সভা অনুষ্ঠিত হয়।বজ্রকথা সংবাদপত্রের উপদেষ্টা সভাপতি এ জেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন এফসাকল বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজদ। প্রধান আলোচক ছিলেন সম্প্রীতির উঠোন কমিটির সভাপতি ছড়াকার তরনী কান্ত মন্ডল। এদিন এফসাকল এর প্রকাশনা বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ গীতি কবি এস এম আব্দুর রহিম এরঁ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়াও সভায় তাপদাহ থেকে পরিত্রান পেতে  গাছ লাগানো কর্মসূচীর অংশ হিসেবে  উপজেলা ব্যাপী ১০০০  বটবৃক্ষ রোপনের সিদ্ধান্ত  নেয়া হয়। সভায় এফসাকলের সহযোগী সংগঠন ইয়থ ফোরাম কমিটি পুনঃগঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায়  তৌহিদা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা, ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচীর কর্মকর্তা জাকারিয়া হোসেন, সম্প্রীতির উঠোন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিনয় চন্দ্র মাষ্ঠার,, বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি বজ্রকথা সংবাদপত্রের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক তারিকুল ইসলাম, বেলায়েত হোসেন, এফসাকল এর অফিস সম্পাদক তৌহিদ মারজু, ওমেন্স ফোরাম এর সদস্য শেফালী রাণী, পূর্ণিমা মহন্ত, ইউপি সদস গোলশান  আরা বেগম, খুরশিদ আলম , গোলাম রব্বাণী তালুকদার, সাকিল মিয়া , সবুজ মিয়া প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth