১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের ২১ জন আটক

আমাদের প্রতিদিন
2 months ago
89


দিনাজপুর প্রতিনিধি:

রোগী ও স্বজনদের প্রতারনা ও হয়রানী করার অভিযোগে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩ নারীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে এক প্রেস ব্রিফিং—এ পুলিশ জানায়, আটককৃতরা দালাল চক্রের সদস্য এবং তাদের মধ্যে বিভিন্ন বে—সরকারী ক্লিনিক, ডায়াগস্টিক সেন্টার ও ঔষধ কোম্পানীর প্রতিনিধি রয়েছে।

রোববার বেলা ২ টায় কোতয়ালী থানায় আয়োজিত প্রেস ব্রিফিং—এ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম জানান, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা—নীরিক্ষার শতভাগ ব্যবস্থা রয়েছে। সরকারী এই হাসপাতালে ৮০ শতাংশ দরিদ্র মানুষ সেবা নিতে আসে। এই দালালরা রোগীদের ও রোগীর স্বজনদের বিভিন্ন কৌশলে বে—সরকারী ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য প্ররোচনা করেন। এছাড়াও বাহিরে বিভিন্ন পরীক্ষা করানোর জন্য বাধ্য করে থাকেন। কিছু রোগী ও স্বজনদের মোবাইল ও টাকা চুরির ঘটনাও ঘটেছে। পাশাপাশি সপ্তাহের নির্ধারিত বার ছাড়া ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিগন ডাক্তারের চেম্বারের সামনে রোগীদের বিরক্ত ও সম্মানে আঘাত প্রদান করেন। তাই ৩ জন নারীসহ মোট ২১ জন দালালকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়