২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আমাদের প্রতিদিন
4 months ago
99


বায়েজিদ, গাইবান্ধা:

গাইবান্ধায় মাদক মামলায় সীমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত।  এ মামলায় ময়নুল ইসলাম নামের অপর আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

সোমবার (২০মে) এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফিরোজ কবির। দীর্ঘ সুনানির শেষে এ রায় প্রদান করেন তিনি।

সিমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা গ্রামের খোকন মোল্লার স্ত্রী ও দিনাজপুরের কোতোয়ালি থানাধীন আজিজুল হকের মেয়ে।

জানা যায় ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়া মনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ৬ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি সীমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুন্নাহার বেবি জানান, মামলা রায়ে সন্তুষ্ট তিনি। কিন্ত এ সময় আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিল না।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth