২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

পলাশবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
3 weeks ago
49


বায়েজীদ পলাশবাড়ী(গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ীতে রহস্য জনকভাবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার হোসেনপুর ইউপির আকবর নগর গ্রামে।

জানা গেছে ওই গ্রামের বদের আলীর ছেলে মিনহাজ উদ্দিন প্রতারণা করে নরসিংদী জেলার রায়পুর উপজেলার সাপমারা গ্রামের কাসেম আলীর মেয়ে ও প্রবাসীর বিবাহিত স্ত্রী সাইফা বেগমের সাথে মোবাইল ফোনে গোপন সম্পর্ক গড়ে তোলে।

এরই এক পর্যায়ে মিনহাজ উদ্দিন উক্ত প্রবাসীর স্ত্রী ছাইফা বেগমকে বিয়ে করার জন্য তার বাড়িতে ডাকেন। প্রেমিকা সাইফা দুই মাস পূর্বে ছেলের বাড়িতে চলে আসেন।

এ সময় গ্রামবাসীদের তোপের মুখে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর ছোট্ট একটি টিনশেড ঘরে পার্টিশন দিয়ে দুই স্ত্রীকে নিয়ে বসবাস করছিল।  মিনহাজ ঘটনার দিন ১৭ সেপ্টেম্বর ভোরবেলা প্রেমিক মেনহাজ উদ্দিন  আত্ম চিৎকার শুরু করেন যে তার নব বিবাহিত স্ত্রী সাইফা বেগম গলায় ওড়না পেঁচিয়ে শয়ন ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

এ সময় গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে এ খবর শুনে থানা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। তবে সুস্ঠ তদন্ত হলে ওই গৃহবধুর হত্যা নাকি আত্মহত্যা করেছে তার প্রকৃত রহস্য ও উদঘাটন হতে পারে বলে অভিঞ্জ মহল মনে করেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth