২১ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

মিস কলে প্রেম; দুইজনের মৃত্যুদন্ড !

আমাদের প্রতিদিন
1 week ago
53


লালমনিরহাট প্রতিনিধি :

৩ সন্তান ও স্বামীকে রেখে ৪২ বছর বয়সী দিপালী দেবী সিংহ’র সাথে ২২ বছর বয়সী রিকন মিয়ার মোবাইলে মিস কলের সূত্র ধরে পরিচয়। এই পরিচয় থেকে অসম প্রেম। দীর্ঘ ৩ বছর ধরে মোবাইলে কথা বলার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। প্রেমিক রিকন মিয়ার সাথে জুটি বাঁধতে বাড়ি থেকে বের হয়ে ২০২০ সালের ১৪ জুলাই খুনের শিকার হয় দিপালী দেবী সিংহ। সেই খুনের মামলায় ৪ বছর পর গত সোমবার (২৮ অক্টোবর) দুইজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পুর্ব বেজগ্রাম এলাকায়।

লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদিব আলী এ রায় দেন। মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি দুই জন হলেন, ওই উপজেলার দক্ষিণ হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র ওসমান আলীও দক্ষিন পারুলিয়া এলাকার মেছের আলীর পুত্র রবিউল ইসলাম। ওই মামলার দিপালী দেবী সিংহর প্রেমিক রিকন মিয়ারসহ অন্য ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত

দিপালী দেবী সিংহ পুর্ব বেজগ্রাম এলাকার এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী ও রিকন মিয়া হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, দিপালী দেবী সিংহ’র সাথে রিকন মিয়ার মোবাইল ফোনের মিস কল থেকে ৩ বছর আগে প্রেমের সূত্রপাত। ২০২০ সালের গত ৯ জুলাই রিকন মিয়াকে বিয়ে করতে সন্তান ও স্বামী ছেড়ে দিপালী দেবী সিংহ তার স্বামীর ৩ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে দিপালী দেবী ওই এলাকার আফজাল হোসেনের পুত্র রমজান আলী ও ধনর উদ্দিনের পুত্র নজরুল ইসলামের শরণাপন্ন হন। রমজান আলী ও নজরুল ইসলাম দুজনে দিপালী দেবীকে নিয়ে ওইদিন রাতে পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র ওসমান আলীর বাড়িতে আশ্রয় নেন।

১৪ জুলাই রাতে ওসমান আলী ও ওই এলাকার মেছের আলীর পুত্র রবিউল ইসলাম দিপালী দেবীকে নিয়ে পার্শ্ববর্তী জলঢাকার কথা বলে তিস্তা নদীর চরে নৌকাযোগে নিয়ে যায়। ওইদিন গভীর রাতে তারা দু’জনে টাকার লোভে দিপালী দেবী সিংহকে হত্যা করে বালুচরে পুঁতে রাখে। এসময় দিপালী দেবী সিংহ’র ব্যাগে থাকা টাকা তারা ভাগাভাগি করে নেয়। ১৯ জুলাই লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় দিপালীর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর দিপালীর ভাসুর বিমল চন্দ্র দেব সিংহ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় প্রেমিক রিকন মিয়াসহ রমজান আলী, নজরুল ইসলাম, রবিউল ইসলাম ও ওসমান আলীকে গ্রেফতার করেন পুলিশ।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যুদন্ড এবং বাকি আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth