১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ পালিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
72


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিজয় স্মরণে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে উপজেলা ও পৌর বিএনপির পৃথক পৃথক  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক কাওছার আলম বকুল, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই দিন, সকালে পৌর বিএনপির আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু।

সভায় আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলী রিমুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান সজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফীন হৃদয় প্রমুখ।

আলোচনা সভায় সিপাহি জনতার ঐতিহাসিক বিজয়ের ইতিহাস সম্পর্কিত আলোচনা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth