হরকলি হাটে জমে উঠেছে ফুলকপি ব্যবসা
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের হাটবাজারে জমে উঠেছে শীত মৌসুমী সবজি ফুলকপি ও পাতাকপির জমজমাট ব্যবসা। শীত মৌসুমে ফুলকপি ও পাতাকপির তরকারি খেতে মজাদার হওয়ায় হরকলি হাট ও পাগলাপীর বাজার সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে কাঁচাবাজারের দোকানে ছুটছে ক্রেতারা । তবে মূল্য একটু চড়া হলেও সকল শ্রেণির ক্রেতরা ক্রয় করতেছেন শীতকালিন সবজি ফুলকপি ও পাতাকপি। গতকাল স্বরজমিনে হরকলি হাটে ব্যবসায়ীরা জানান প্রতি কেজি ফুলকপি ৬০ টাকা এবং পাতাকপিও ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বেড়েছে আলু দাম ।