১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

রংপুরে সুলভ মূল্যে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
66


মহানগর প্রতিবেদক:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় র্কাযক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় রংপুর জিলা স্কুলের সামনে (প্রজন্ম চত্বরে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর আয়োজনে বাজার তদারকির পাশাপাশি সুলভ মুল্যে আলু বিক্রয় র্কাযক্রমের উদ্বোধন করা হয়েছে। সেখানে প্রতি কেজি আলুর দাম ৪৫ টাকা দরে শুধুমাত্র সাধারন ভোক্তাদের জন্য এই বিক্রয় কেন্দ্রের উন্মূক্ত করা হয়। বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এই কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আফসানা পারভীন,  সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কঞ্জুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর এর সভাপতি আব্দুর রহমানসহ  ছাত্র প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিগণ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth