৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

আমাদের প্রতিদিন
3 weeks ago
72


হিলি প্রতিনিধি:

'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য' এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি সবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রমজান আলী, সেক্রেটারি এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুল ইসলাম সহ আরও অনেকে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth