কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি:
উলিপুর থানার সেকেন্ড অফিসার আব্দুর রশিদ শুক্রবার ওসি ছুটিতে থাকায় দায়িত্বে ছিলেন।
তিনি জানান, ছেলে মেয়ের প্রেম ঘটিত ব্যাপারে বিএনপির দুটি গ্রুপ শুক্রবার বিকালে থানায় গোল ঘরে বসে নিজেদের মধ্যে আপস মিমাংসা করার চেষ্টা করেন। সন্ধ্যার পর আলাপ আলোচনার এক পর্যায়ে তাদের ভিতরে উত্তেজনা ও বচসার সৃষ্টি হলে আমরা তাদের থানার বাইরে পাঠিয়ে দেই। সমঝোতা হয়ে থানায় আসতে বলি। কিন্তু তারা থানার বাইরে গেটের কাছে গিয়ে উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। আশরাফুল প্রতিপক্ষের ঘুষির আঘাতে আহত হয়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সময় পুলিশের লোকজন সবাই থানার ভিতরে ছিলো।