৩০ কার্তিক, ১৪৩২ - ১৪ নভেম্বর, ২০২৫ - 14 November, 2025

গঙ্গাচড়ায় ইউএনও'র বাজার মনিটরিং

আমাদের প্রতিদিন
10 months ago
173


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরে গঙ্গাচড়ায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। আজ (৩০ ডিসেম্বর) সোমবার বিকেলে তিনি গঙ্গাচড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এসময় দুই কাঁচামাল ব্যবসায়ীর ৫শত টাকা জরিমানা করেন। বাজার মনিটরিং এর সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, আমরা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছি। পাশাপাশি মূল্য তালিকা না থাকা ও বেশি মূল্যে বিক্রি করায় দুইটি দোকানকে জরিমানা করেছি। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা করায় কয়েকটি দোকানকে সতর্ক করলাম। ফুটপাতে যেন তারা ব্যবসা করতে না পারে, আমরা সে ব্যাপারে স্থায়ী ব্যবস্থা গ্রহন করবো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth