৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

পীরগাছায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
66


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে স্থানীয় ব্রাক্ষনীকুন্ডা বাজার যুব উন্নয়ন সমিতির আয়োজনে বাজারের পাশে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙা।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নওগা, দিনাজপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকার ১৫টি ঘোড়া অংশ নেয়। আর ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু ঘোড়া আসেন।

ঘোড়া দৌড় দেখতে আসা দর্শক আতিয়ার রহমান বলেন, ‘প্রতি বছর এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য প্রতি বছর আমরা আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা দেখতে ভালো লাগে।’

খেলায় প্রথম স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সুজন মিয়া। তিনি বলেন, ‘আমার বাপ-দাদারাও সওয়ারী ছিল। তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা আমার নেশায় পরিণত হয়েছে।’

আয়োজক কমিটির সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, অন্নদানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আব্দুর রশিদ মাষ্টারসহ অনেকে।

 

 আয়োজক কমিটি জানান, প্রতি বছর ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারেও একই ভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বয়সের প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। তবে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারী-পুরুষ ও শিশুদের।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth