রংপুর মহানগরে ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩

মহানগর প্রতিবেদক:
রংপুর মহানগরের পরশুরাম থানা এলাকা হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ জানুয়ারী রাত ২ টার সময় র্যাব-১৩, রংপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানার ৩নং ওয়ার্ডস্থ পান্ডার দিঘি (নিয়ামত) বুড়ির হাট টু রংপুর সড়কের তমা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের কাপড়ের তৈরি কটির মধ্য হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবানান্ধা থানার উত্তর জাওরানী এলাকার আজিজুলের স্ত্রী আছিয়া খাতুন (৬২) ও মৃত আঃ কুদ্দুসের স্ত্রী হামিদাকে (৫৫) গ্রেফতার করে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়'কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।