পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি;
রংপুরের পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ন (জেএন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ন (জেএন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় সিনিয়র শিক্ষক কৈলাশ চন্দ্র বর্মণ, ফরিদুর রহমান রিপন, সহকারি শিক্ষক কল্পনা বেগম, আলমগীর হোসেন, সুফিয়া বেগম, শরীর চর্চা শিক্ষক আসাদুজ্জামান রাজা প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ২৭ ধরনের খেলাধুলায় স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।