১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

ফুলবাড়ী সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ

আমাদের প্রতিদিন
2 weeks ago
71


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ছালমাসহ তার স্বামী, দেবর ও শ্বশুর কাজ করেন ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে। তাদের একমাত্র আয়ের উৎস এই প্রাইভেট চাকুরী। পৈত্রিক সুত্রে রয়েছে মাত্র .০৫ শতক জমি। অনেক আশা করে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে শুরু করেছিল একটি বিল্ডিং ঘর বানাবেন তাঁরা। শুরুও করেছিলেন। কিন্ত বাঁধ সাধে ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ)। বিএসএফ বাধাঁ প্রদান করায় সেটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ফলে ওই পরিবারটি পুরাতন ঘর ভেঙ্গে ফেলায় নতুন করে ঘর নির্মাণ কাজ বন্ধ থাকায় খোলা আকাশে নীচে তার মানবেতর জীবন করছে বলে সরেজমিনে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বড়াইরতল এলাকার আন্তর্জাতিক পিলার নং ৯৪৬/২ এস পিলারের সন্নিকটে।

সোমবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল মালেক পৈতিক সুত্রে পাওয়া ০৫ শতক জমির উপর স্ত্রীসহ ছেলে দুলাল ও মিলনকে নিয়ে দীর্ঘদিন থেকে খড়ের ঘর তুলে বসবাস করে আসছিল। এরই মধ্যে সীমান্তে তাদের বাড়ীঘর হওয়ায় পরিবারকে নিয়ে ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী চাকুরীর সুবাদে অনেক কস্ট করে টাকা জোগার করে বিল্ডিং ঘর নির্মানের কাজ শুরু করে। এই মধ্যে ৩টি কক্ষের কাজ শেষের দিকে আসলে গত ২১ জানুয়ারী দুপুরে আন্তর্জাতিক সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজের ভেতর কোন পাকা স্থাপনা নির্মান করা যাবে না বলে ১৩৮ বিএসএফ ঝিকরী বিওপি’র সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে ওই পরিবারটি খোলা আকাশের নীচে প্রচন্ড শীতে ছোট ছোট শিশুদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আব্দুল মালেকের ছেলে গার্মেন্টস কর্মি দুলাল জানায়, আমরা অনেক কষ্টার্জিত টাকা দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মাণ করতেছিলাম। কিন্ত বিএসএফ বাধাঁ প্রদান করায় এখন আর কোন কাজ করতে পারছি না। আমাদের অর্জিত সবকিছু টাকা পয়সা এখানে ইভেস্ট করেছি। এখন কয়েকদিন থেকে আমরা খোলা আকাশের নীচে বসবাস করছি।

দুলালের স্ত্রী ছালমা জানান, আমার শ্বশুরের আর কোন জায়গা জমি নেই যে সেখানে বাড়ীঘর করবো। যেটুকু জমি আছে সেখানে আমরা বাড়ীঘর করছি। কিন্তু বিএসএফের বাধাঁর কারণে আর তুলতে পারছি না। জানিনা আমাদের কপালে কি আছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ ঘর নির্মাণে বাধাঁ প্রদান করায় আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি অনন্তপুর বিওপি’র নায়েক সুবেদার সফিকুল ইসলাম জানান, বিএসএফের বাধাঁ এবং সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজের ভেতর নির্মাণ কাজ হওয়ায় এটি বন্ধ রয়েছে। এব্যাপারে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও করেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth