১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
193


সভাপতি বাবলু-সম্পাদক মুনছুর মেম্বার ও সাংগঠনিক সম্পাদক বাদল নির্বাচিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা।

ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন অর রশিদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আফছার আলী।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান আলী রনজুর সঞ্চালনায় এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার,  শরিফুল ইসলাম ডালেজ, আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম দুলু চৌধুরীসহ অনেকে।

দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান সদস্য সচিব মুনছুর আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আক্কাছ আলী বাদল। ৪৫৯ ভোটের মধ্যে প্রাপ্ত ফলাফলে মুনছুর আলী মেম্বার ২৪১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইদুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট। আর সাংগঠনিক সম্পাদক পদে আক্কাছ আলী বাদল পেয়েছেন ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী রায়হান সরকার ৪৮ ভোট এবং মতলুবার রহমান ৫৫ ভোট পান। এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হন ইউনিয়নের আহবায়ক হারুন অর রশিদ বাবলু। পরে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা ফলাফল ঘোষনা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। তাকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে বিজয়ীদের ফুলে মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth