২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

রংপুরে জ্বালানী তেলের পরিবহন মূল্য পুন:নির্ধারণ নিয়ে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের বৈঠক

আমাদের প্রতিদিন
2 weeks ago
246


নিজস্ব প্রতিবেদক:

জ্বালানী তেলের পরিবহন মূল্য পুন:নির্ধারণে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে রংপুর জেলা প্রশাসন।

মঙ্গলবার  বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মুশফিকুর রহমান, পদ্মা ওয়েলের কোম্পানীর বিপপন বিভাগের কর্মকর্তা আবু শাকিল, পেট্রোল মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক রিয়াদ শহীদ শোভন প্রমুখ।

এসময় পাম্প মালিকরা দশমিক ০৫ ভাগ বৃদ্ধি করে মূল্য নির্ধারণের দাবি তোলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ০ দশমিক ০০৪৩ ভাগ বৃদ্ধি করার কথা বলা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, অযৌক্তিকভাবে কোন মূল্যবৃদ্ধি করবে না সরকার। সরকার সব সময় জনগনের পাশে থাকবে। ব্যবসায়ীদেরকেও যৌক্তিকভাবে মুনাফার ব্যবস্থা করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth