২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

তারাগঞ্জে ব্রার্দাস হিমাগারে ডাকাতি ৩০ লাখ টাকার সরঞ্জাম লুট

আমাদের প্রতিদিন
10 months ago
465


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ব্রাদাস কোল্ড স্টোরেজ লিমিটেডে হয়েছে। রবিবার (২ফ্রেবুয়ারী) দিবাগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার ঘনিরামপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। ব্রাদাস হিমাগারের মেশিন অপারেটর আজিত মিয়া জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ২০-১৫ জনের একটি ডাকাত দল হিমাগারের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেন। এরপর দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে সিকিউরিটি গার্ড উমর আলী ও আবেদুল ইসলামকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের ঘরে আটক করে রাখেন তারা। পরে হিমাগারের বিদ্যুৎ সুইচ বন্ধ করে দেন। এর পরেই মেশিন কক্ষে গিয়ে ৩৫০ কেভির ট্রান্সফরমারের তামার তার, বেশ কয়েকটি কম্পিউটারসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম পিকাপে করে লুট করে তারা। মামলার প্রস্তুতি চ্ছিন বলে জানিয়ে হিমাগারের মালিক একরামূল হক বলেন, ডাকাতরা ভোর ৪ টা পর্যন্ত ডাকাতি চালায়। এতে প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল লুট  হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, রংপুরের সি সার্কেল আছিফা স্যারসহ ডাকাতির ঘটনায় একাধিক পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগার কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি, তবে অভিযোগ করার কথা জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth