খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী,৫নং খলেয়া ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত । গতকাল গঞ্জিপুর স্কুলের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী,৫নং খলেয়া ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয। উক্ত কর্মী ও সুধী সমাবেশ বক্তাব্য রাখেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ( আমীর ) জননেতা মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। কর্মী ও সুধী সমাবেশ আরো বক্তাব্য রাখেন অত্র খলেয়া ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ।