৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রংপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

আমাদের প্রতিদিন
1 month ago
127


নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা কাশেম নিহত হওয়ার প্রতিবাদে এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা নগরীর প্রেসক্লাব থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে ফিরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা গাজীপুরে নিহত কাশেমের ন্যায়বিচার ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দলটির নিষিদ্ধকরণের দাবি জানান।

এই বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা তাদের দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth