৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে রংপুরে সমাবেশ

আমাদের প্রতিদিন
1 month ago
169


আঃ রহিম, পাগলাপীর রংপুর: 

বাংলাদেশ জামায়াতে ইসলাম এর  সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী  জেনারেল মজলুম  জননেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির  দাবী । আজ ১৮ ফেব্রুয়ারি -২৫ ইং  দুপুর – ২:৩০  ঘটিকায় মজলুম  জননেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির  দাবীতে  রংপুর পাবলিক লাইব্রেরীতে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন  গুলো।  বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী  জেনারেল মজলুম  জননেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির  দাবীতে রংপুর পাবলিক লাইব্রেরী সমাবেশে, রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর  অঙ্গ সংগঠন সহ সকল  নেতাকর্মীদের সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম ও সেক্রেটারী  মাওলানা মোঃ আব্দুল কাদের।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth