নির্দোষ ব্যক্তিকে আসামি করায় সংবাদ সম্মেলন

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:
দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আল মামুন মন্ডল হত্যা মামলায় ধাপেরহাট উপ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া কে শত্রুতা মূলক আসামি করার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে গাইবান্ধা জেলা, ট্রাক ট্রাংকলড়ী,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ( রেজি: নং - ব- ০৩৪) পলাশবাড়ী গাইবান্ধার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপ আঞ্চলিক কমিটি শাখার সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার হাসান পাড়া গ্রামের আনছান আলী ছেলে মাসুদ মিয়া কে জড়িয়ে ধাপেরহাট এর আলোচিত ছাত্রলীগ নেতা আল মামুন মন্ডল হত্যা মামলার ৬ নং আসামি বানিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। অযথা মামলায় হয়রানি না করার প্রতিবাদে অত্র সংগঠনে প্রধান কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি মোঃ শামসুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে। এ-সময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের নেত্রীবৃন্দ এবং ধাপেরহাট শাখা কমিটির সদস্যবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, হত্যা মামলার প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দাবি এবং নির্দোষী ব্যাক্তিকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।