৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

আলু তুলতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
41


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের বদরগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালীগঞ্জ মন্ডলপাড়ায় আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাহিদা বেগম বিষ্ণুপুর ইউনিয়নের মন্ডল পাড়ার আফসার আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। স্থানীয় সুত্রে ওসি জানান, সকালে হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হয়। এ সময় শাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান আলু ক্ষেতে কাজ করছিলেন। বজ্রপাত হওয়ার সাথে সাথে মাটিতে ঢলে পরেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।  এদিকে বজ্রপাতে অসুস্থ হন আনিছুর রহমান (৪৫)। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth