গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঙ্গাচড়া সরকারি কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম অয়ন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রিফাতকে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান হারেছ, সহসভাপতি মশিয়ার মিয়া, জিহাদ হাসান নির্জন, ইমরান হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান বাদশা, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক আশহাদুল হক জিনন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাজিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারিফুল ইসলাম। উক্ত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।