জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আমিনঃ
দ্রব্যমূল্যের উর্ব্ধগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষা এবং মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবীতে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর স্থানীয় সদর হাসপাতাল মসজিদের সম্মুখ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রংপুর সিটি কর্পোরেশন, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ডহোটেল মোড় প্রদক্ষিন করে শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দ্রব্যমূল্যের উর্ব্ধগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষা এবং মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবী জানিয়ে জামায়াতের নেতা কর্মীরা সহ বিভিন্ন স্তরের মানুষ বিক্ষোভ প্রর্দশন করে।