২৬ কার্তিক, ১৪৩২ - ১০ নভেম্বর, ২০২৫ - 10 November, 2025

বর্তমান ও সাবেক মটর শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার

আমাদের প্রতিদিন
8 months ago
222


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক শ্রমিক নেতাদের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর কামাল কাছনা একটি হোটেলে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ নুরু, সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান টিটু, বর্তমান রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু, প্রচার সম্পাদক ও শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য আরমান, রোস্তম আলী, শ্রমিক নেতা নুর আলম প্রমুখ। বক্তারা বলেন ছাত্র-জনতার আন্দোলনে দেশের সকল পর্যায়ে বিভিন্ন সংগঠনের কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাই রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কমিটি না থাকার কারণে শ্রমিকদের কল্যাণে শ্রমিক ইউনিয়নের কোন কাজে লাগছেনা। তাই জরুরী ভিত্তিতে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণার দাবী জানানো হয়। আসন্ন রমজান ও ঈদে দরিদ্র শ্রমিকরা মটর শ্রমিক ইউনিয়নের সুফল বঞ্চিত হচ্ছে। বর্তমানে যে কমিটি আছে এই কমিটির কাছে দরিদ্র শ্রমিকদের সহায়তার জন্য পাশে দাঁড়াবার আহবান জানান হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth