বদরগঞ্জে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে গোপীনাথপুর ইউনিয়নে জমিলা খাতুন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে তিন ব্যাক্তির বিরুদ্ধে। সন্তানকে বাঁচাতে মা এগিয়ে এলে তাকেও শ্লীলতাহানি ও গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ওই মৌয়াগাছ এলাকায় মটারেরপাড়ার মাস্টারপাড়া গ্রামে। এ ঘটনায় মারধরের শিকার শিশুটির মা আছিয়া খাতুন ১০ মার্চ সোমবার বাদী হয়ে থানায় মোট সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, অসহায় হতদরিদ্র আছিয়া খাতুন স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন এলাকায়। কিন্তুু আছিয়ার বাড়ি ও বিবাদীদের বাড়ি এক সঙ্গে হওয়ায় প্রতিনিয়ত বিবাদীরা আছিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ত। ঘটনার দিনে আছিয়ার বাড়ির প্রধান দরজার সামনে লাগানো তিনটি ইউক্যালিপটাস গাছ জোর পূর্বক বিবাদী রমজান আলী ও তার ছেলে আশিকুর রহমান ও মেয়ে মনজিলা খাতুন কেটে নিয়ে যায়। ঘটনার সময় স্বামী বাড়িতে না থাকায় আছিয়া ও তার শিশু মেয়ে জমিলা খাতুন বাধা দিলে তারা হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে জমিলাদের উদ্ধার করেন।
প্রতিবেশি সোনালী বেগম সাংবদিকদের জানান, ঘটনার সময় আমি নিজে এগিয়ে এসে রমজান আলী ও তার ছেলে আশিকুরের হাত থেকে আছিয়া ও তার মেয়ে জমিলাকে উদ্ধার করেছি। আপনসহ আরও একাধিক এলকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে রমজান আলী বলেন, আমি ও আমার ছেলে মেয়ে তাদের গায়ে কোন হাত দেইনি। আমার নিজের কবলাকৃত জমিতে লাগানো গাছ কেটেছি। ওরা কোন জমির কাগজ দেখাতে পারবে না।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।