৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন

আমাদের প্রতিদিন
1 month ago
106


নিজস্ব প্রতিবেদক:

টেকসই জীবন ধারায় একটি ন্যায় সঙ্গত রুপান্তরপ্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা-মহানগর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, ্যালী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর নগরীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসউপলক্ষে একটি ্যালী বের হয়। ্যালীটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে সিটি কর্পোরেশন হয়ে পূণরায় প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি এবং ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ক্যাব জেলার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা, মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, কোষাধ্যক্ষ আলম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিত্যপণ্যের মুল বৃদ্ধি পেলে আলোচনা হলেও একেবারে নিরবভাবে প্রতিদিন ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ওষুধের মুল্য বৃদ্ধির সাথে চিকিৎসার নামে চলছে প্রতারণা। চিকিৎসা দেয়ার পূর্বে অযাচিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেশে চিকিৎসার নামে অরাজকতার জন্য বাংলাদেশের বেশির ভাগ মানুষ পার্শ্ববর্তী দেশসহ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এতে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। এটা বন্ধ করে দেশেই সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানান সরকারের প্রতি। বক্তারা ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, কোন পণ্যের দাম বাড়লে, সাথে সাথে কেনা কমে দিতে হবে, সেই সাথে মাসের বাজার না করে সপ্তাহের বাজার করতে হবে। তাহলে পণ্যের উপর কোন চাপ বাড়বে না। আর এভাবে বাজার করলে, খুব সহজে সিন্ডিকেট তৈরী করে ব্যবসায়ীরা অধিক মুনাফা লুফে নিতে পারবে না। সামনে ঈদ। ঈদকে উপলক্ষ করে চাল, চিনি, তেল, পেঁয়াজ, আদা, মসলা, আটা-ময়দা, বোতলজাত পানি, ডিম মাংসসহ পণ্যে সিন্ডিকেট তৈরী করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দাম বাড়াবে। তাই সরকারের কাছে আবেদন এই সিন্ডিকেট এখনই ভাঙতে হবে। কেননা এই সিন্ডিকেটরা কোটি কোটি টাকা লুটে নিচ্ছে সাধারণ ভোক্তার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth