১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

আমাদের প্রতিদিন
1 month ago
118


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলীকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।

মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মেহের আলী ওই স্কুলছাত্রীকে একটি তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দেন। ওসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth