১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

তারাগঞ্জে দুই মাদকসেবনকারীকে জেল-জরিমানা

আমাদের প্রতিদিন
1 month ago
194


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে মাদক সেবনরত অবস্থায় দুই সেবনকারীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার নেতৃত্বে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করে উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথী ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় ওই গ্রামের মোজাফ্ফর হোসেন ছেলে আরমান হোসেন মনা (২৮) ও রাজকান্ত রায়ের ছেলে নিমাই চন্দ্র রায় (২৫)। আটককৃত মাদক সেবনকারীদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরমান হোসেন মনাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা ও নিমাই চন্দ্র রায়কে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, গ্রেফতারকৃতদের রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth