১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রংপুরে কৃষকদের নামে ভুয়া ঋন প্রদান দেখিয়ে কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক ম্যানেজারকে কারাগারে

আমাদের প্রতিদিন
1 month ago
143


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শষ্য ঋন বিতরনের নামে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার রফিকুল ইসলামের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

 বৃহসপতিবার দুপুরে রংপুরের সিনিয়র জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালে রাজশাহি কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শষ্য ঋন দেবার নামে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া ঋন দেখিয়ে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদক আইনের মামলা হয় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত শেষে আসামীর নামে আদালতে চার্জসীট দাখিল করে দুদকের রংপুরের সমন্মিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম।

আসামী দীর্ঘদিন ধরে  পলাতক থাকায় তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

বৃহসপতিবার মামলার প্রধান আসামী ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজত খানা থেকে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে দুদকের আইনজিবী হারুন অর রশীদ জানান আসামী ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্য ঋন বিতরন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth