এনসিপি'র বিরুদ্ধে ছাত্রলীগকে পুর্ণবাসনের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় আহবায়ক কমিটির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের বিরুদ্ধে ছাত্রলীগকে পুর্ণবাসনের অভিযোগ তুলেছেন বৈষম্যর বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চ ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় ঘটনায় আজ শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও জাতীয় নাগরিক পাটি সংবাদ সম্মেলন ডাকেন। মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চ ম্যুরালের পেশেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করতে চাইলে বৈষম্য বিরোধী শিক্ষাথীরা অভিযোগ তুলেন জাতীয় নাগরিক পার্টির ব্যানারে ছাত্রলীগকে পুর্ণবাসন করা হচ্ছে।
পরে জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় আহবায়ক কমিটির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ ও তার লোকজন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে সংবাদ সম্মেলন করতে চাইলে সাধারণ শিক্ষার্থীর তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় আহবায়ক কমিটির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ।
বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চ ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় ঘটনায় আমরা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান পরিস্কার করেছেন। এ নিয়ে অন্য দল বা সংগঠন তাদের অবস্থান তুলে ধরতেই পারে। কিন্তু জাতীয় নাগরিক কমিটির নেতা রাসেল আহমেদ ছাত্রলীগ ও জাতীয় পার্টির লোকজনকে সাথে নিয়ে যখন সংবাদ সম্মলেন করতে চেয়েছে তখনি সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন গণ মাধ্যামে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় আহবায়ক কমিটির উত্তরাঞ্চল সংগঠক রাসেল আহমেদ। তিনি বলেন, ব্যানারটি তৈরী করে নিয়ে আসতে আমি আমার এক বন্ধুকে দায়িত্ব দিয়ে ছিলাম। সে কার মাধ্যমে এসেছেন তা জানি না। তবে ছাত্রলীগ নয়, আমরা ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সাথে নিয়ে সংগঠন করছি।
উল্লেখ্য গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন লালমনিরহাটের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিমঞ্চ কাপড় দিয়ে ঢেকে রাখে প্রশাসন। এ ঘটনায় প্রতিবাদ জানায় টিআইবি। পরে বিবিসি সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।