রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এ্যালমনাই এসোসিয়েশন এর আয়োজনে শনিবার প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের কে নিয়ে সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও রংপুর জেলা পুলিশ সুপার আবু সায়েম। এছাড়া আরো উপস্থিত থাকেন বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ইফতার মাহফিল থেকে স্কুল এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় স্কুল ক্যাম্পাস। এই ব্যাপারে ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আজিজ আল জামান (রুহিত) জানান উক্ত ইফতার মাহফিলে ৩০ টি ব্যাচের প্রায় ৯ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং পুলিশ লাইন্স এ্যালমনাই এসোসিয়েশন ভবিষ্যতে এ ধরনের আরো বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভাতৃত্ববোধ ধরে রাখবে।