১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

খানসামায় ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

3 weeks ago
161


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকায় উপজেলার পাকেরহাট সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামী ছাত্রশিবির খানসামা উপজেলা শাখার আয়োজনে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

 ইসলামী ছাত্রশিবিরের খানসামা উপজেলার শাখার সাবেক সভাপতি মাজেদুল ইসলামের সঞ্চালনায় ও বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা,

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিসুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: সামিউল ইসলাম,উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আতাউর রহমান সরকার প্রমুখ। এ ছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth