১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

সংবাদ প্রচারের পর হুইল চেয়ার পেলো নাগেশ্বরীর প্রতিবন্ধী মর্জিনা বেগম

2 weeks ago
61


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

সংবাদ প্রচারের পর হুইল চেয়ার পেলেন পা হারানো প্রতিবন্ধী মর্জিনা বেগম। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মর্জিনা বেগমের নিকট হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের রুইয়ারপাড় এলাকার বটতলা এলাকার বাসিন্দা হতদরিদ্র দুলাল মিয়া দুলুর স্ত্রী। মর্জিনা বেগম জানায়, তিনি এক পা হারিয়ে স্ক্রাচে ভর করে বহু কষ্টে চলাফেরা করেন। প্রায় ৫ বছর আগে রিকশায় চরে যাতায়াতের সময় মাইক্রো বাসের ধাক্কায় বা পা ভেঙ্গে যায় তার। প্রায় দুই মাস ধরে চিকিৎসা করলেও কোনো উন্নতি না হয়ে উল্টো ইনফেকশন হয় তার পায়ে। নিরুপায় হয়ে হাঁটুর উপরে কেটে ফেলতে হয় বাঁ পা। এ অবস্থায় পঙ্গুত্ব নিয়ে এক পা স্ক্রাচে ভর করেই অনেক কষ্টে সংসারের যাবতীয় কাজ করেন তিনি। এদিক-সেদিক যাওয়া আসা কিংবা অন্যান্য জরুরি কাজ সারেন অন্যের সহযোগিতায়। অভাবের তারণায় একটি হুইল চেয়ার কেনার সামর্থ্যও নেই তার পরিবারের।

বিষয়টি সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়ের নজরে আসলে তার মাধ্যমে দৈনিক ভোরের দর্পণ, প্রতিদিনের সংবাদ, আমাদের প্রতিদিন, অনলাইন নিউজ পোর্টাল নয়া খবরসহ বেশকিছু সংবাদ মাধ্যমে হুইল চেয়ারের আবেদন শিরোনামে একটি সংবাদ প্রচার হয় এবং প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আবু বকর সিদ্দিক তার নিজস্ব ফেসবুকেও পোস্ট করেন। পরে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেনের নজরে আসলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি বুধবার মর্জিনা বেগমের নিকট একটি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় নেওয়াশী ইউনিয়নের সুখাতি বোর্ডঘর এলাকার হাসিনুর রহমান নামের আরও একজন শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, আবু বকর সিদ্দিক, জেলাল আহমেদ রানা প্রমুখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth