১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফসহ মাদক কারবারী গ্রেফতার

1 week ago
44


আঞ্চলিক প্রতিনিধি:

ফুলবাড়ীতে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমানের দিকনির্দেশনায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফসহ এক মাদক কারবারীকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারীর বাড়ী তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্য এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম রিয়াজুল হক বাধন (১৯)। পলাতক মাদক কারবারীর নাম বিদ্যুৎ (২২)। তারা পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth