৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে দর্শনার্থীর ভীড়

1 day ago
29


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

ঈদের পরের দিন থেকে এখন পযর্ন্ত লক্ষ্য করা গেছে বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে রংপুর সদর উপজেলার পাগলাপীর ডালিয়া মহাসড়কের খলেয়া ইউনিয়নের গঞ্জিপুরের পাশে 'ভিন্ন জগত' পর্যটন কেন্দ্র অবস্থান। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র তে পর্যটকদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটন স্পট ও বিনোদন ভিন্ন জগত এবার মানুষের ঢল নেমেছে। এবারের ঈদে ছুটি কাজে লাগাতে হাজারো মানুষের সামাবেশে মুখর হয়ে ওঠে ভিন্ন জগত পর্যটন কেন্দ্র। দল বেঁধে দর্শনার্থীরা যেন হুমড়ি খেয়ে গেছে এবারের ঈদের পরদিন থেকে এখন পযর্ন্ত ভিন্ন জগতে। ভিন্ন জগত পর্যটন ঘুরে দেখা যায় পর্যটকের মানুষের আনাগোনা। ভিন্ন জগতে নওগাঁ ও দিনাজপুর থেকে আসা কয়েকজন দম্পতি জানান, এবার ঈদকে উদযাপন করার জন্য দেশের বৃহত্তম রংপুরের ভিন্ন জগতে পরিবার কে নিয়ে ঘুরতে এসেছি দেখলাম এখানকার পরিবেশ অনেকটা সুন্দর। বর্তমান পরিস্থিতি জানতে চাইলে বিনোদন কেন্দ্র ভিন্ন জগত এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) সাংবাদিককে বলেন ভিন্ন জগত আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে , তাই আপনাদের সপরিবার নিয়ে চলে আসুন বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth