বদরগঞ্জে নিজ বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নিজ বাড়ি থেকে উর্মিলা বেগম (৫২) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫মে) রংপুরের বদরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়া এলাকার বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার তোজাম্মেল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার সকালে উর্মিলা নামের ওই নারীর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই নারীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, উর্মিলা বেগম মাস্টার পাড়া তার নিজ বাড়িতে একাই থাকতেন। তার এক ছেলে রয়েছে সে ঢাকায় থাকেন। উর্মিলা বেগমের স্বামী তোজাম্মেল হোসেন দ্বিতীয় বিয়ে করে রাধানগর ইউনিয়নে বসবাস করেন। উর্মিলা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে পৌরশহরের মাস্টারপাড়া এলাকা থেকে খবর আসে এক বাড়ি থেকে দুর্গন্ধ আসছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আমি নিজেই গিয়ে অর্ধ-গলিত এক নারীর লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।